বাংলাদেশ: কল্পনা চাকমা তদন্তের অবসান ন্যায়বিচারের কফিনে শেষ পেরেক

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কল্পনা চাকমার পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে এবং তার বলপূর্বক অন্তর্ধানের জন্য জড়িত সন্দেহভাজন অপরাধীদের ন্যায়বিচারের আওতায় আনতে বাংলাদেশী কর্তৃপক্ষের ব্যর্থতায় আতংক বোধ করছে। ১২ জুন ১৯৯৬ তারিখে, কল্পনা চাকমা, একজন বিশিষ্ট আদিবাসী অধিকার কর্মীকে, তার রাঙামাটি, চট্টগ্রাম এর বাড়ি থেকে অপহরণ করা হয় এবং তারপর থেকে তাকে আর দেখা যায়নি।

اختيار لغة لعرض التقرير

تنزيل PDF